Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্রমিক

কাজের প্রকৃতি

সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সময়

অফিস পর্যায় পরামর্শ প্রদান।

অফিস চলাকালীন সময়।

সভাপতি, বাৎসরিক, এডিপি অনুযায়ী আর্সনিকমুক্ত নলকূপ বরাদ্দ

উপজেলা উন্নয়ন  ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক বন্টন ও কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার কর্তৃক স্থাপন পূর্বক চালু করন।

লনকূপ পরিদর্শন।

৭ দিন।

অস্থায়ী অকেজো নলকূপ মেরামত ও অভিযোগ পাওয়ার সাপেক্ষে।

সরকারী মূল্যে চাহিদা অনুযায়ী বিক্রি ব্যবহার ও উদ্ভুদ্ধ করণ।

স্বাস্থসম্মত পায়খানা স্লাবরিং উৎপাদন ও বিক্রয়।

আর্সেনিক টেষ্টকিটধারা অফিস চলাকালীন সময়ে পরীক্ষা করা হয়।

বিভিন্ন সভায় অংশ গ্রহন।

যথা সময়ে।

 জাতীয় বিভিন্ন কাজে অংশ গ্রহন।

            -ঐ-

প্রশিক্ষক হিসাবে অন্যান্য সংস্থায় অংশ গ্রহন।

            -ঐ-

রিলিফ অফিসার হিসাবে দায়িত্ব পালন।

            -ঐ-

১০

বিভিন্ন অভিযোগের তদন্তের প্রতিবেদন দাখিল।

        ৭ দিন

১১

 

 

 

১২         

নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রি।

 

 

 

সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে                                            

জনগনের  চাহিদা মোতাবেক সরকারী মূল্যে বিক্রি করা হয়।

 

 

 

ওয়াশ ব্লক এবং রিং ওয়েল স্থাপন